দেশজুড়ে

বিআরটিএ কার্যালয় তালা দিয়ে লিখিত পরীক্ষা নিতে গেছেন কর্মকর্তারা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ  খাগড়াছড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ মে) সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা চলছিল। এ সময় দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. আবুল বাশার।

লিখিত পরীক্ষার কেন্দ্র থেকে দালাল চক্রের সদস্য সোহেল চাকমাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে দুদক।

এর আগে খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে গেলে কাউকে পায়নি দুদক। পরে জানা যায়, খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয় তালা দিয়ে লিখিত পরীক্ষা নিতে গেছেন কর্মকর্তারা।

খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে হয়রানির শিকার হওয়া গ্রাহকরা দুদকের কাছে লাগামহীন দুর্নীতির অভিযোগ করে। বিধি মোতাবেক বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠাবে বলে জানান দুদক কর্মকর্তারা।

দুদকের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close