দেশজুড়ে

বিড়াল হত্যার দায়ের রাজধানীর সেই নারী বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহন

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিড়ালের ছানা হত্যার দায়ে রাজধানীর মুগদা থানায় দায়ের করা মামলায় ইশরাত জাহান মেহজাবিনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালত আশেক ইমাম অভিযোগপত্র গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) নথি পাঠানোর আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধরণ নিবন্ধ কর্মকর্তা আশরাফুল আলম এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ৩১ মে ঢাকা মহানগর হাকিম আদালতের জিআর শাখায় মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন-১৯২০ এর ৭ ধারা অনুযায়ী এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্ত প্রাপ্ত বয়স্ক না হওয়ায় (১৭ বছর তিন মাস ১৭ দিন) শিশু আদালতের বিচারের আবেদন করা হয় চার্জশিটে।

এর আগে, ২২ মার্চ ইশরাত জাহান মেহজাবিনকে গ্রেফতার করে আদালতে হাজির করে মুগদা থানা পুলিশ। পরে ওই দিনই তিনি জামিন পান। ২১ মার্চ মুগদা থানায় মামলাটি করেন প্রাণীর কল্যাণে কাজ করা সংগঠন কেয়ার ফর পস-এর সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ মার্চ রাতে জীবন্ত বিড়ালের বাচ্চাকে হত্যার ভিডিও ধারণ করেন মেহজাবিন। এরপর বাচ্চাটির মৃতদেহ পলিথিনে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলে দেন।

Related Articles

Leave a Reply

Close
Close