দেশজুড়ে

মহিপুরে ২৪০ কেজি জাটকা আটক

ঢাকা অর্থনীতি ডেস্ক: পটুয়াখালীর মহিপুরে ২৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড।

মঙ্গলবার রাতে শেখ জামাল সেতুর টোল পয়েন্টে ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা পরিবহণকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি কোস্টগার্ড। পরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।

নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম জাকির হোসেন বলেন, জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অসাধু জাটকা ব্যবসায়ী এবং জাটকা শিকারী জেলেদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগেও কোস্টগার্ড শেখ জামাল সেতুতে ঢাকাগামী পরিবহণের গাড়িতে অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করে।

এ বিষয়ে মৎস্য বিভাগ জানায়, ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় কেউ ঝাটকা আহরণ, মজুদ, বিক্রি ও পরিবহণ করলে সর্বোচ্চ দুই বছরের স্বশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

Related Articles

Leave a Reply

Close
Close