দেশজুড়ে

মিটফোর্ডে ১৩ দোকানকে ২৯ লাখ টাকা জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নকল, মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যে বিতরণের জন্য তৈরি সরকারি ওষুধ বিক্রির অভিযোগে পুরান ঢাকার মিটফোর্ডের পাইকারি ওষুধ বিক্রির একটি মার্কেটে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৩ দোকানে এসব ওষুধ পাওয়ায় ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার (২৫ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত মিটফোর্ডের আলী মেডিসিন মার্কেটে এ অভিযান চালানো হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-৩, র‌্যাব-১০ এবং ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, ঐ অভিযানে আলী মেডিসিন মার্কেটে ১৩টি ওষুধের দোকানে তল্লাশি চালানো হয়। এসব দোকানে জন্মনিরোধক বিভিন্ন নকল পণ্য পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ এবং সরকারি ওষুধও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রে সারওয়ার আলম জানিয়েছেন, দোকান মালিক ও কর্মচারীরা বিনামূল্যের ওষুধ মজুত রেখে বিক্রি এবং নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির কথা স্বীকার করায় ১৩টি দোকানকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দোকানগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close