আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন আশুলিয়ার অগ্নিদগ্ধ দম্পতি

নিজস্ব প্রতিবেদক: তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন আশুলিয়ার নরসিংহপুরে অগ্নিদগ্ধ নির্মল-চায়না দম্পতি।

আজ রোববার ( ২৯ মার্চ) ভোরে নীলফামারীতে তাদের নিজ বাড়িতে প্রথমে মারা যান স্বামী নির্মল রায়। এরপর দুপুরে মারা যান স্ত্রী চায়না রায়। তাদের ছেলে নিপু রায় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাশের ঘরে থাকায় প্রানে বেঁচে যান আরেক ছেলে দিলীপ রায়।

নিহতদের বাড়ি জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া গ্রামে।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ভোরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার কবির মন্ডলের মালিকানাধীন একটি ঘরে অগ্নিকান্ডে দগ্ধ হন এক ঘরে থাকা নির্মল রায় (৪০), তার স্ত্রী চায়না রায় ও ছেলে নিপু রায় অগ্নিদগ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান জানান, অগ্নিদগ্ধ হবার পর ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে গতকাল শনিবার সন্ধায় নিজ বাড়িতে ফেরেন নির্মল ও চায়না।

Related Articles

Leave a Reply

Close
Close