শিক্ষা-সাহিত্য

যৌন হয়রানি রোধে মাদ্রাসায় নারী মেন্টর নিয়োগের সিদ্ধান্ত

ঢাকা অর্থনীতি ডেস্ক: মাদ্রাসাগুলোতে কোনো ছাত্রী যাতে যৌন হয়রানির শিকার না হন সেজন্য প্রত্যেক মাদ্রাসায় একজন করে নারী মেন্টর নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি থাকবে৷ ওই কমিটি এসংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করবে।

নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নেয়া সিদ্ধান্তের আলোকে মাদ্রাসা শিক্ষাবোর্ড এই আদেশ জারি করেছে৷ আদেশে বলা হয়েছে:

১. যৌন হয়রানিসহ নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে৷
২. প্রতিটি মাদ্রাসায় একজন নারী শিক্ষককে মেন্টর নিযুক্ত করে মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধি করতে হবে৷
৩. পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত জেন্ডার সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা, মাদ্রাসার ছেলেমেয়েদের প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক ও পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা করতে হবে৷
৪. নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে যে সকল আইন, নীতিমালা ও হাইকোর্টের যে নীতিমালা আছে তা প্রচারের ব্যবস্থা করতে হবে৷
৫. ফ্রি হেল্পলাইন-১০৯ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে৷

২২মে মাদ্রাসা শিক্ষাবোর্ড এই নির্দেশনা জারি করেছে৷ এর আগে ১৯মে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড বিভাগ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্তের আলোতে নির্দেশনা জারির আদেশ দেয়। (সূত্র:ডয়চেভেলে)

Related Articles

Leave a Reply

Close
Close