প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

রানা প্লাজা ধসের ৮ বছর

নিহত শ্রমিকদের স্বরণে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজা ট্রাজেডির আট বছর উপলক্ষে নানা কর্মসুচী পালন করেছে রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

ধসে পড়া রানা প্লাজার আট বছর উপলক্ষে সকালে রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিহত শ্রমিকদের স্বরণে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।

পরে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় শ্রমিকরা ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান সরকারের কাছে। শ্রমিকরা জানায়,রানা প্লাজার সামনে কিছু অসাধু ব্যবসায়ী দোকানপাট গড়ে তুলেছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে। এছাড়া সংরক্ষণের অভাবে রানা প্লাজার খালি জায়গায় গড়ে উঠেছে বিশাল কচু ক্ষেতের স্তুপ।

এদিকে রানা প্লাজার আট বছর উপলক্ষে রানা প্লাজার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, সাভারে রানা প্লাজার ৮ তলা ভবন ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে ধসে পড়ে। এ ঘটনায় ১১শর বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে, আহত হয় সহস্রাধিক। যা বাংলাদেশ তথা বিশ্ব-ইতিহাসে বড় শিল্প দুর্ঘটনা।

/একে

Related Articles

Leave a Reply

Close
Close