দেশজুড়ে

রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের হালিশহরে সেনাবাহিনীর ৪টি গোলন্দাজ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা  জানান তিনি।

এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, রোহিঙ্গা ক্যাম্পের চারপাশের কাঁটাতারের বেড়ার দায়িত্ব সেনাবাহিনীর। আমরা সেটার পরিকল্পনা করছি। একইসঙ্গে রোহিঙ্গাদের গতিবিধি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য আমরা কাজ করবো।

আরেক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা সমর্থন করে সেনাবাহিনী।

নানা সময় মিয়ানমারের উস্কানি বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মিয়ানমারের কোনো ধরনের উস্কানির ফাঁদে পা দেবে না সেনাবাহিনী।

Related Articles

Leave a Reply

Close
Close