সাভারস্থানীয় সংবাদ

সাভারে ছাদ থেকে পড়ে গিয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাভারে কাজ করতে গিয়ে একটি ট্যানারি কারখানার ছাদ থেকে পরে কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে সাভারের হেমায়েতপুরের ট্যানারি শিল্প নগরীতে প্রগতি ট্যানারি নামে একটি কারখানার ছাদ থেকে পরে ওই কাঠমিস্ত্রির মৃত্যু হয়। নিহতের নাম ওমর ফারুক (৪৫)। তিনি নোয়াখালী জেলার সদর থানার চরমটুয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে প্রগতি ট্যানারির এক তলা ভবনের ছাদে টিন লাগানোর কাজ করছিলেন ওই কাঠমিস্ত্রি। এসময় তিনি হঠাৎ করে এক তলা ভবনের ছাদ থেকে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়ণা তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন নিশ্চিত ভাবে জানা যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close