প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে বৃদ্ধার লাশ দাফনে বাঁধা, পুলিশই ছিল ভরসা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সাভারে ক্যান্সারে আক্রান্ত এক বৃদ্ধার লাশ দাফনে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশের হস্তক্ষেপে কবর খোড়াসহ তাঁর দাফনের যাবতীয় কাজ সম্পন্ন হয়।

আজ বুধবার (০৮ এপ্রিল ) লাশ দাফনের ব্যবস্থা করেন সাভার মডেল থানা পুলিশ। মৃত নুরুন্নাহার বেগম (৬৫) জামসিং মহল্লার মফিজুল ইসলামের স্ত্রী।

সাভার মডেল থানার এস আই লোকমান হোসেন জানান, নুরুন্নাহার পাঁচ মাসেরও বেশী সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান। আজ বুধবার (০৮ এপ্রিল) ভোরে তাঁর লাশ জামসিংয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।  তাঁর জানাজার আয়োজন করা হলে গ্রামের লোকজন আপত্তি জানান। তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফনে বাঁধা দেন। পরে পুলিশ প্রহরায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

নুরুন্নাহারের ভাগ্নির জামাতা আহসান হাবিব বলেন, তাঁর খালা শাশুড়ির লাশ গ্রামে আনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গ্রামের কোনো লোক তাঁকে একনজর দেখতে আসেননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, দাফনে বাঁধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো পরে পুলিশ প্রহরায় আজ বিকেলে তাঁকে দাফন সম্পন্ন করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close