দেশজুড়েপ্রধান শিরোনাম

সারাদেশে ৩ হাজার নতুন করোনার বেড বাড়ানো হয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রস্তুতি হিসেবে সারাদেশে প্রায় ৩ হাজার নতুন করোনার বেড বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশে আগের চেয়ে করোনা রোগীর সংখ্যা বাড়লেও আপাতত লকডাউনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেয়া হচ্ছে। এছাড়া করোনা রোগীদের চিকিৎসায় সারাদেশে নতুন করে প্রায় ৩ হাজার করোনার বেড বাড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, যারা বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়েছিলেন এবং সামাজিক অনুষ্ঠানে যোগদান করেছিলেন তারাই
বেশিভাগ করোনায় সংক্রমিত হয়েছেন।

জাহিদ মালেক বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়- মহামারি করোনাভাইরাসে দেশে মারা যায় ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৭৩৮ জনে। এ ছাড়া নতুন করে ৩ হাজার ৫৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ।

গত বছরের ২ জুলাইয়ের পর এটিই দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। সেদিন আক্রান্ত হিসেবে দেশে শনাক্ত হয়েছিলেন চার হাজার ১৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনে।

ভিডিও দেখুনঃ

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close