দেশজুড়েপ্রধান শিরোনাম

সিটি নির্বাচন: ২৭ জানুয়ারি রাত থেকে মোটরসাইকেল ওপর নিষেধাজ্ঞা জারি

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। তবে বৈধ কার্ডধারী সাংবাদিকরা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন না।

নির্বাচন উপলক্ষে ২৯ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ঢাকা সিটিতে সকল প্রকার বেবিট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

একই সময়ে লঞ্চ, ইঞ্জিনচালিত সকল ধরনের নৌযান ও স্পিডবোর্ড চলাচলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সনাতনী ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা হওয়ায় এই ভোটগ্রহণের দিন পরিবর্তনের দাবি উঠেছিল। বিষয়টি নিয়ে আদালতে রিট করা হয়েছে। কমিশন এখন রিটের শুনানির অপেক্ষায় রয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close