দেশজুড়ে

হাসপাতালের মালি করোনায় আক্রান্ত

ঢাকা অর্থনীতি ডেস্ক: নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের এক মালী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত মালির বাড়ি রায়পুরা উপজেলার ডৌকারচর গ্রামে। এ নিয়ে নরসিংদী জেলায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর দুইদিন আগে তার নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়। সেখান থেকে আজ বুধবার দুপুরে তার করোনা পজেটিভ বলে জানানো হয়। জেলা হাসপাতালে কর্মরত ওই মালি প্রতিদিন রায়পুরার ডৌকার চরের নিজ বাড়ি থেকে হাসপাতালে এসে দায়িত্ব পালন করেন। এখন তাকে আইসোলেশনে পাঠানো হবে। আর তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।

এদিকে ডৌকার চর গ্রাম লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে রায়পুরা উপজেলা প্রশাসন। এ নিয়ে নরসিংদী জেলায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশ উপজেলায় ১ জন, রায়পুরা উপজেলায় ২ জন।

Related Articles

Leave a Reply

Close
Close