দেশজুড়েপ্রধান শিরোনাম

৩০ জানুয়ারি ঢাকা সিটিতে সাধারণ ছুটির ঘোষণা: ইসি

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ উপলক্ষে দুই সিটিতে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে কমিশন থেকে জারি করা পরিপত্রে এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে। ওইদিন ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে এবার ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close