দেশজুড়ে

৩ বছরে বিদ্যুৎ বিভাগের ৪৫১ কর্মকর্তার বিদেশ ভ্রমণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তিন বছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দশটি বিভাগের সাড়ে ৪শ জন কর্মকর্তা বিদেশে ভ্রমণ করেছেন। এভাবে বিদেশ ভ্রমণ করে সরকারের অর্থ অপচয় না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (২৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মো. আবু জাহির, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম ও বেগম নার্গিস রহমান।

সংসদীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-২০১৯ পর্যন্ত তিন বছরে কর্মকর্তাদের বিভাগের ১০টি সংস্থা থেকে মোট ৪৫১ জন বিদেশ সফর করেছেন। অপ্রয়োজনীয় বিদেশ সফর নিরুৎসাহিত করা ও বিদেশ সফরে যাতে সরকারের অর্থের অপচয় না হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

এছাড়াও বৈঠকে বিদেশ সফরের পর একটি প্রতিবেদন নিজ নিজ সংস্থার কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close