শিল্প-বানিজ্য

হয় অফিসে আসুন, নাহলে চাকরি ছেড়ে দিন: ইলন মাস্ক

ঢাকা অর্থনীতি ডেস্ক: হোম অফিসের ধারণা থেকে সরে এসেছেন ইলন মাস্ক। সম্প্রতি কর্মীদের জানানো হয়েছে, তাদের কাজ করতে হবে অফিসে এসে। টেসলার প্রধান নির্বাহী শক্তপোক্তভাবেই জানিয়ে দিয়েছেন, ‘হয় অফিসে এসে চাকরিতে যোগ দিন, নাহলে চাকরি ছেড়ে দিন।’

যেসব প্রতিষ্ঠান ‘হোম অফিস’ চালু করেছিল, তারা আবারও অফিসে ফিরতে শুরু করেছে। টেসলাও এর ব্যতিক্রম নয়। স্বাভাবিক হয়ে এসেছে করোনা পরিস্থিতি।

ইলন মাস্ক বলেছেন, ‘বাসায় বসে আর অফিসের কাজ করা যাবে না। একজন টেসলা কর্মীকে কম করে হলেও সপ্তাহে ৪০ ঘণ্টা অফিসে এসে কাজ করতে হবে। এতে না পোষালে টেসলা ছেড়ে দেয়া উচিত।’

মাস্ক জানিয়েছেন, ‘কর্মীদের অবশ্যই হেড অফিসে রিপোর্ট করতে হবে। প্রত্যন্ত কোনো টেসলার আউটলেটে যাওয়াকে অফিসে যাওয়া হিসেবে গণ্য করা যাবে না।’

এদিকে কর্মীদের প্রতি এমন কাটখোট্টা নির্দেশনার সমালোচনা করেছেন অনেকেই। তবে কর্মীদের প্রতি মাস্কের এমন আচরণ নতুন কিছু নয়, বলেছেন সংশ্লিষ্টরা।

একের পর এক কর্মকাণ্ডে শিরোনামের প্রথম পাতায় থাকছেন মাস্ক। একবার শিরোনামে আসেন মহাকাশে গিয়ে, আরেকবার টেসলার শেয়ার দান করা প্রসঙ্গে।

অতি সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন টুইটার কেনা নিয়ে। এরপর মাস্কের বিরুদ্ধে টুইটার আনে তথ্য ফাঁসের অভিযোগ। সেই প্রভাব কাটতে না কাটতে ডেমোক্র্যাট নিয়ে প্রশ্ন তুলে আবারও আলোচনায় আসেন তিনি। শেষবার বিমানবালাকে যৌন হয়রানি ও এর বিপক্ষে মাস্কের মন্তব্য নিয়েও কম আলোচনা হয়নি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close