বিশ্বজুড়ে

এশিয়ায় বন্যায় জনদুর্ভোগ চরমে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এশিয়ার কয়েকটি দেশে বন্যা পরিস্থিতিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এর মধ্যে ভারতের কেরালা, মহারাষ্ট্রসহ কয়েক রাজ্য এখনও পানিবন্দী অবস্থায়। চলমান বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দেড় শতাধিক ছাড়িয়েছে।

পাকিস্তানে মৌসুমী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বজ্রপাতেই রোববার (১১ আগস্ট) ৭ জনের মৃত্যু হয়। এদিকে, চীনে শক্তিশালী ঘুর্ণিঝড় লেকিমার প্রভাবে দেশটির বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে।
বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতের কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্রে। ঝুঁকিপূর্ণ জায়গায় এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন দেশটির জরুরি সহায়তাকারী সংগঠনের সদস্যরা। আশ্রয় শিবিরে অবস্থান করছেন অনেকেই।

এক কর্মকর্তা বলেন, আটটি হেলিকপ্টার ব্যবহার করে গুজরাট আর মহারাষ্ট্রে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। যতোটা সম্ভব প্রাণের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে চেষ্টা করছি আমরা।

আরেক ভুক্তভোগী বলেন, ৫-৬ দিন ধরে এখানে আটকে আছি আমরা। আমাদের বাড়িঘর পানিতে ডুবে গেছে। পানির উপর দাঁড়িয়ে আছি আমরা। গবাদি পশুগুলোরও খুব কষ্ট হচ্ছে।

এদিকে, পাকিস্তানের রাজধানী করাচির দক্ষিণাংশ তলিয়ে গেছে বন্যার পানিতে। রোববারও সেখানে বৃষ্টিপাত অব্যাহত ছিল। প্রচুর বৃষ্টিতে বসতবাড়ির ছাদ ধসে বহু হতাহত হয়েছেন। এছাড়া ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ওই এলাকা।

এক ভুক্তভোগী বলেন, দুইদিন থেকে বিদ্যুৎ নেই। বাড়িঘর ডুবে আছে পানিতে। কিন্তু সমস্যা সমাধানে প্রশাসন কোন উদ্যোগ নেয় না। তারা শুধু নির্বাচনের সময় দেখা দেবেন আর ভোট চাবেন। অন্য সময় মানুষ যেমনই দুর্ভোগেই থাকুক না কেন তাদের কোন মাথাব্যথা নেই।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close