করোনাসাভারস্থানীয় সংবাদ

ওসির উদ্যোগে সাভার থানায় জীবাণুনাশক স্প্রে চেম্বার

সাভার থানার সকল পুলিশের টেস্ট রেজাল্ট নেগেটিভ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে সাভার মডেল থানায় জীবাণুনাশক স্প্রে চেম্বার স্থাপন করা হয়েছে।

বুধবার (৬ মে) সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদের উদ্যোগে এই চেম্বার এই চেম্বার স্থাপনের কাজ শুরু হয়।

বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই সাভার মডেল থানায় পুলিশ ও থানায় আসা সকল সেবাপ্রত্যাশী এই চেম্বারের ব্যবহার শুরু করেছেন।

সাভার মডেল থানা ভবনের প্রবেশ মুখে পোশাক কারখানা ‘আল-মুসলিম গ্রুপ’ এর সহায়তায় স্থাপন করা হয়েছে চেম্বারটি। চেম্বারের ভেতর বেশ কয়েকটি নজেল থেকে নিঃসরিত হচ্ছে ব্লিচিং মিশ্রিত পানি। সাবান-পানি বা অন্য জীবানুনাশক ও স্প্রেতে ব্যবহার করা যাবে। যা আগত মানুষের পোশাক এবং দেহের উপরিভাগের জীবাণু ধ্বংস করে ফেলতে সক্ষম।

ওসি এএফএম সায়েদ বলেন, এই স্প্রে চেম্বার শুধুমাত্র পুলিশের জন্য নয়। থানায় প্রবেশ করতে সকলকেই এই চেম্বারের ভেতর দিয়ে যেতে হবে। পুলিশের কাছে সেবাপ্রত্যাশী সাধারণ মানুষও নির্ভয়ে থানায় আসতে পারবে। আবার পুলিশও নির্ভয়ে জনগণকে সেবা দিতে পারবে।

তিনি আরও জানান, এ পর্যন্ত সাভার থানার পুলিশ সদস্য যাদের মাঝে করোনার লক্ষণ বা উপসর্গ ছিল সকলের টেস্ট করা হয়েছে। টেস্ট নেগেটিভ এসেছে।

সাভার থানায় স্থাপিত স্প্রে চেম্বার

সাভার থানা পুলিশের এই চমৎকার উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে। এমন জীবাণুনাশক চেম্বারের ব্যবহার অনুকরণীয় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close