প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

ঢাকা জেলায় পুলিশ-সাংবাদিক মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলায় কর্মরত সংবাদ কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন ঢাকা জেলা পুলিশ।

বুধবার (০২ অক্টোবর) দুপুরে মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলার আইন শৃংখলা সম্পর্কে সাংবাদিকদের থেকে সার্বিক ধারনা পেতে এই সভার আয়োজন পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

ডিএমপি থেকে ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে সম্প্রতি যোগদান করেছেন তিনি।

ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ থানার বর্তমান আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অভিযোগ শোনেন। এ ছাড়া পরিস্থিতি উন্নয়নে কি কি পদক্ষেপ নেয়া যায় তারও পরামর্শ চান। এ ছাড়া জেলায় কর্মরত সাংবাদিকদের সঠিক তথ্য প্রদানে শীঘ্রই দুটি তথ্য সেল তৈরির ঘোষনা দেন পুলিশ সুপার।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: সাঈদুর রহমান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দীপু, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক এডমিন মোঃ আবুল হোসেনসহ ঢাকা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল্লাহ মুন্সীসহ বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close