বিশ্বজুড়ে

বিয়ে করতে ৮০ কিমি পথ হেঁটে বরের বাড়ি এলেন তরুণী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের তাণ্ডব রুখতে লকডাউনে রয়েছে ভারত। ঘরবন্দী থাকায় দেশটির অনেক তরুণ-তরুণী, যুবক-যুবতীর বিয়ে বন্ধ হয়ে গেছে। তবুও লুকিয়ে বিয়ে করেছে অনেকে। এ সময় দেশটির একটি সংবাদ বেশ চমকের জন্ম দিয়েছে। এক তরুণী ৮০ কিলোমিটার পথ হেঁটে বরের বাড়িতে গিয়ে বিয়ের পিঁড়িতে বসায় দেশজুড়ে হইচই শুরু হয়েছে।

গত বুধবার উত্তরপ্রদেশের কানপুর থেকে কনৌজ গিয়ে বিয়ে করেন ওই তরুণী। গত ৪ মে তাদের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। তবে লকডাউনের কারণে তা আটকে ছিল।

এনডিটিভির একটি প্রতিবেদনে জানানো হয়, বিয়ে স্থগিত হওয়ার পর বেশ চিন্তায় পড়ে যান তরুণ ভিরেন্দ্র কুমার ও তরুণী গোলদি। তবে তারা ফোনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন। যোগাযোগের এক পর্যায়ে হেঁটে ৮০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে হবু বরের বাড়িতে পৌঁছান তরুণী গোলদি। পরে বরপক্ষ একটি পুরোনো মন্দিরে নিয়ে তাদের বিয়ে সম্পন্ন করে।

এদিকে লকডাউনের সময় নবদম্পতির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিতে দেখা যায়, কনে লাল শাড়ি পরেছেন, আর বর পরেছেন সাদা শার্ট। তবে তাদের মুখে ছিল মাস্ক। বিয়েতে উপস্থিত ছিলেন স্থানীয় এক সমাজকর্মীও।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close