দেশজুড়েপ্রধান শিরোনাম

শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে, সেজন্য সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সবার আন্তরিক চেষ্টায় দেশে করোনা মোকাবিলা করা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শীতে মহামারি পরিস্থিতি খারাপ হতে পারে। তাই আগাম প্রস্তুতি রাখতে হবে সবাইকে।

সকালে (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভার্চুয়াল আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের অনুদান গ্রহণের কার্যক্রম। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্যসচিবের হাতে ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক তুলে দেন দেশের বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসময়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস- বিএবি’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ১৬৫ কোটি ৬০ লাখ টাকার চেক দেয়া হয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে। প্রধানমন্ত্রী বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় কাজ করে যাচ্ছে সরকার।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close