দেশজুড়েপ্রধান শিরোনাম

সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

ঢাকা অর্থনীতি ডেস্ক: দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফুলবাড়ি-২৯ বিজিবি আওতায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৫ হাজার পিস ফেনসিডিল, ৪ হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ, যৌন উত্তেজক সিরাপ ৩৩ হাজার পিস ও ১৩ হাজার পিস এ্যাম্পল।

২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মাস পর্যন্ত ২১ মাসে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, ২৯-বিজিবি ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরীফ উল্লাহ, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close