বিনোদন

৩৩ প্রেক্ষাগৃহে মাহি, ২২টিতে তিশা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রেক্ষাগৃহে আজ (১৩ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। এরমধ্যে মাহিয়া মাহির ‘অবতার’ ৩৩টি আর নুসরাত ইমরোজ তিশার ‘মায়াবতী’ ২২টি প্রেক্ষাগৃহে আসছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতারা। অরুণ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘মায়াবতী’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান।

সিনেমাটি নিয়ে তিশা বলেন, ‘পৃথিবীর প্রত্যেক মানুষের না বলার অধিকার আছে। সবার উচিত এটাকে সম্মান করা। আর এই বার্তা নিয়েই অরুণ চৌধুরী সিনেমাটি নির্মাণ করেছেন। আমরা চেষ্টা করেছি বিষয়টি সুন্দরভাবে সিনেমায় উপস্থাপন করতে।’

অন্যদিকে ২০১৮ সালে ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে ইয়াশ রোহানের। এক বছর পর আবারও নতুন সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

ইয়াশ বলেন, ‘আমি বলব এখানে সবাই মায়াকে ফিল করবেন। আর নিজের চরিত্রটিতে আমি ভালো করার চেষ্টা করেছি।’
আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি অডিও ভিশন প্রযোজিত ‘মায়াবতী’তে তিশা-রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, নরেশ ভুঁইয়া, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, আব্দুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল, আগুন, মীমসহ অনেকে।

‘অবতার’ ছবি পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার। এতে মাহির বিপরীতে আছেন নবাগত রুশো।

ছবিটি নিয়ে পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, “একেবারেই গল্পনির্ভর একটি ছবি ‘অবতার’। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, যেখানে একটি সন্তান মাদকাসক্ত। এমন একটি সন্তান ধ্বংস করে দিচ্ছে পরিবার, প্রভাব পড়ছে সমাজে। আমি আমার এই ছবির মধ্যে সমাজের মানুষকে মাদক সম্পর্কে সচেতন করতে চাই।”

এতে আরও অভিনয় করেছেন আমিন খান, মিশা সওদাগর, সুব্রত, সোহেল রানা প্রমুখ। ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাহমুদ হাসান শিকদার।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close